4:37 pm , March 9, 2025

অপারেশন ডেভিল হান্ট
বিশেষ প্রতিবেদক ॥ অপারেশন ডেভিল হান্টে একমাসে বরিশাল মহানগর ও জেলায় প্রায় সাড়ে ৩শ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বড় ধরনের অপরাধী ও সমাজ বিরোধীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। একমাসে মহানগরীর ৪ থানায় গ্রেপ্তার হয়েছে ২৮জন। এর বাইরে জেলার ১০টি থানায় ৩শতাধিক অপরাধী গ্রেফতার হয়েছে। তবে কোনভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছেনা।
গত সপ্তাহে নগরীতে স্বেচ্ছাসেবকদলের এক নেতার হাতে যুবদল নেতা নিহত হয়েছেন। নিহতের পরিবারে কান্না এখনো থামেনি। এরবাইরে বরিশালের হিজলা,মেহেন্দিগঞ্জ সহ আরো কয়েকটি এরাকায় বেশ কিছু ঘটনা জনমনে অস্বস্তি বৃদ্ধি করছে। সাম্প্রতিককালে বরিশাল মহানগরী সহ সর্বত্রই রাজনৈতিক পরিচয়ে যে চাঁদাবজী ও দখলবাজী শুরু হয়েছে, তা থেকে পরিত্রাণ সহ নির্মূল জরুরী বলে দাবী সবার।
মহানগরীর বেলসপার্ক, নবগাম রোড-চৌমহনী লেকের পাড়, বিবির পুকর পাড়, স্বাধীনতা পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক এবং ত্রিশ গোডাউন সংলগ্ন শতায়ু অঙ্গনজুড়ে পথ খাবারের দোকান বসিয়ে ওইসব এলাকার পরিবেশ বিনষ্টের পাশাপাশি প্রতিমাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে রাজনৈতিক পরিচয়ধারীরা।
এব্যাপারে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, আমরা যেকোন অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি। চাঁদাবাজীর অভিযোগ না পেলে তো আমরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না।
বরিশালের পুলিশ সুপারও প্রায় একই কথা বলেন। জেলার ১০টি থানায় গত একমাসে প্রায় সোয়া ৩শ অপরাধীকে গ্রেপ্তার সহ আইনের হাতে সোপর্দের কথা জানিয়ে তিন সবার সহযোগীতা কামনা করেন। তার মতে, বরিশালের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেশের অনেক এলাকার তুলনায় ভাল। পাশাপাশি পুলিশ সুপার যেকোন অন্যায় ও বেআইনী কর্মকান্ড পুলিশকে অবহিত করারও অনুরোধ জানান।