4:30 pm , March 9, 2025

কাউখালী প্রতিবেদক ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, সারা বিশ্বে অত্যাচারী সরকার হিসেবে চিহিৃত হয়েছে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে নির্যাতিত সরকারের মধ্যে এক নাম্বারে। শেখ হাসিনা সবচেয়ে নিকৃষ্ট দলের প্রধানমন্ত্রী ছিল।
গতকাল রোববার সকাল সাড়ে দশটায় কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা উত্তরবাজার বালুরমাঠে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে যে নেতা জনগণের পাশে থেকে নি:স্বার্থভাবে কাজ করবে।
কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক,শফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান,গিয়াস উদ্দিন অলি, সৈয়দ বাহাউদ্দিন পলিন, রফিকুল ইসলাম, লিয়াকত তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া।