3:04 pm , March 8, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাসির উদ্দিন হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব পাংশা গ্রামে।
অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, ওই গ্রামের কবির হোসেন ও তার ছেলেদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে নাসির উদ্দিনের । বিরোধকে কেন্দ্র করে গত ২৭ ফেব্রুয়ারি সকালে কবির হোসেন ও তার ছেলে রুম্মান,মাহবুব এবং মিরাজ মিলে নাসির উদ্দিন হাওলাদার কে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
স্থানীয়রা নাসির উদ্দীন কে উদ্ধার করে শেবাচিমে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পথিমধ্যে নাসির উদ্দিন কে বহনকারী অটোর গতিরোধ করে হুমকি-ধামকি এবং স্বজনদের সাথে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় নাসির উদ্দিন বরিশাল আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত গত ৫ মার্চ মামলা গ্রহণের জন্য বিমানবন্দর থানার ওসিকে নির্দেশ দেন।
