3:01 pm , March 7, 2025

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শুক্রবার বাদ আছর বানারীপাড়া বায়তুন নাজাত মসজিদ কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রটারী মাওলানা মো: মাহমুদুন্নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক জহির উদ্দিন মো: ইয়ামিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত,পৌর জামায়াতের আমীর মো: কাওসার হোসেন, জামায়াত নেতা মাওলানা মো: আতিকুল ইসলাম, হাফেজ মো: হাসান প্রমুখ।