3:00 pm , March 7, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে বাজার নিয়ন্ত্রণে রাখতে হাটের দিনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলা সদরের দক্ষিণ বাজারে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ অভিযান পরিচালনা করেন। এ সময় কাউখালী থানার অফিসার ইনচার্জ সোলায়মান উপস্থিত ছিলেন। অভিযানের সময় ওজন মাপার বাটখাড়ায় ওজন কম থাকায় এক ব্যবসায়ীকে একহাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কোন ব্যবসায়ী যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি না করে তার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। যদি কোন ব্যবসায়ী অধিক মুনাফার আশায় সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যের দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে ওই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।