চরকাউয়ায় জমি বিরোধের জেরে ব্যবসায়ীকে মারধর ॥ হাসপাতালে ভর্তি চরকাউয়ায় জমি বিরোধের জেরে ব্যবসায়ীকে মারধর ॥ হাসপাতালে ভর্তি - ajkerparibartan.com
চরকাউয়ায় জমি বিরোধের জেরে ব্যবসায়ীকে মারধর ॥ হাসপাতালে ভর্তি

2:59 pm , March 7, 2025

দোকান ভাঙচুর ও নগদ ৩০ হাজার টাকা লুটপাট

নিজস্ব প্রতিবেদক ॥ জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ ওমর ফারুক সবুজ (৩৫) নামের এক মুদি দোকানদারকে ব্যাপক মারধর করেছে স্থানীয় বখাটে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাড়ির সামনে নিজ দোকান থেকে জোর করে টেনে হিছঁড়ে বের করে মারধর করা হয় । এ সময় দোকান ভাঙচুর ও নগদ ৩০ হাজার টাকা লুটপাট করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ওমর ফারুক সবুজ সাহেবের হাট থানার চরকাউয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চরকরাঞ্জি গ্রামের বাসিন্দা মনসুর জোমাদ্দারের ছেলে ও বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সভাপতি মনিরুল ইসলামের ভাই। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, আহত ওমর ফারুকের পরিবারের সাথে একই এলাকার বাসিন্দা মোঃ রাসেল মিয়া গংদের সাথে ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘ ৬০ বছর যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ মীমাংসার কথা বললেও প্রতিপক্ষরা কোন কিছুর তোয়াক্কা করে না। বিভিন্ন সময় নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন ভুক্তভোগী স্থানীয়ভাবে সালিশ মীমাংসার কথা বললে রাসেল ক্ষিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে রাসেল সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় দোকানপাট ভাঙচুর লুটপাট করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে। প্রশাসন ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান আহতের স্বজনরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT