4:22 pm , March 6, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁনের বোন তাপসি বেগম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর হালিমা খাতুন স্কুল সংলগ্ন মেয়ের বাসায় অবস্থানকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মাগরিব বাদ আমানতগঞ্জ এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। জানাজায় সাবেক এমপি মেজবাহ উদ্দীন ফরহাদ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকসহ অরো অনেকে উপস্থিত ছিলেন।
মরহুমার বড় ভাই এবায়েদুল হক চাঁন জানান, বৃহস্পতিবার তার বোন রোজাও রেখেছিলেন। রোজাবস্থায় সকাল ১০টার দিকে অসুস্থ বোধ করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।