3:16 pm , March 6, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে সামাজিক বনায়নের লাখ লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। জানাগেছে, উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়নের ভাড়ানি খালের পাড়ের বেড়িবাঁধের উপর অংশিদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন তৈরি করা হয়। প্রায় দেড় দশক পর্যন্ত এ সামাজিক বনায়নের গাছের চারা রক্ষণাবেক্ষনের পরে গাছগুলো এখন মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। উপজেলা বন কর্মকর্তা ইলিয়াস হোসেন এ উপজেলা যোগদানের পর নিয়মিত অফিস না করার সুযোগে স্থানীয় একটি চক্র প্রতিনিয়ত বনায়নের মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে। এলাকাবাসী জানান, কাউখালী উপজেলা বন কর্মকর্তার তদারকি না থাকার সুযোগে প্রভাবশালীরা রাতে ১২টি আকাশমনি গাছ কেটে নিয়ে যায়। এর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, আমি অসুস্থ। আগামী সোমবার অফিসে আসবো। গাছ চুরি হওয়ার সংবাদ শুনেছি। অফিসে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) জিএম রফিক আহম্মেদ বলেন, দায়িত্ব অবহেলার কারনে গাছ চুরির ঘটনা ঘটলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, গাছ কাটার বিষয়টি বন বিভাগকে জানানো হলেও কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না ।