সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রশংসনীয় উদ্যোগ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রশংসনীয় উদ্যোগ - ajkerparibartan.com
সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রশংসনীয় উদ্যোগ

3:16 pm , March 6, 2025

দরিদ্র ৪০ মেধাবী শিক্ষার্থী পেলো ফরম পূরণের টাকা

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ৭টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী দরিদ্র ৪০ মেধাবী শিক্ষার্থীকে ফরম পূরণে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এ শিক্ষা সহায়তা প্রদান করা হয়। নগরীর আগরপুর রোড এলাকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. লিয়াকত হোসেন।
সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহামুদ বাবুলের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন খান, সাবেক সচিব প্রফেসর আব্দুল মোতালেব হাওলাদার, সংগঠনের সহ-সভাপতি মাইকেল রানা মালাকার, সহ-সভাপতি সোনালী ব্যাংকের সাবেক জিএম নাসির উদ্দিন তালুকদার, সহ-সভাপতি এম এ শেলী, যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল ইসলাম খান, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক লুৎফুল করিম তরুণ, এনামুল কবির পান্না, জাহানারা ইসরাইল স্কুলের চেয়ারম্যান সালেহ এম শেলী।
উপস্থিত কলেজ প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বরিশাল কলেজের উপাধ্যক্ষ  প্রফেসর লতিফা আক্তার। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন মানিক মিয়া মহিলা কলেজের ছাত্রী লামিয়া।
এ সময় বক্তারা বলেন, সংগঠনের সাথে যারা জড়িত রয়েছেন তারা নিজেদের পকেট থেকে টাকা সংগ্রহ করে এ শিক্ষা সহায়তা প্রদান করছেন। এদেরমধ্যে যারা দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তারা বলেন, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংকট দেখা দেয় ফরম পূরণের সময়। এ সময় আর্থিক দৈন্যতার কারনে তাদের পক্ষে ফরম পূরণের টাকা সংগ্রহ কষ্টসাধ্য হয়ে পড়ে।
অভিভাবক এবং শিক্ষার্থীরা স্ব-শরীরে এসে অথবা আবেদনের মাধ্যমে টাকা কমিয়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু সেখানে সীমাবদ্ধতা থাকায় তাদের কাঙ্খিত টাকা কমানো সম্ভব হয় না। এতে করে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন ঝড়ে যায়। এমন ঘটনা যাতে না ঘটে এজন্য ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের সাথে কথা বলে তাদের মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের হাতে এ অর্থ তুলে দেয়া হচ্ছে। একই সাথে দেশের সকল বিত্তবানদের আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে এইচএসসির ফরম পূরণে ৪০ শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।
ফরম পূরনের টাকা পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা বলেন, ফরম পূরণের সময় শিক্ষা প্রতিষ্ঠান দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকলে তারা অপর শিক্ষার্থীদের সাথে সমান তালে চলার পাশাপাশি অন্য সকল মেধাবী শিক্ষার্থীদের চেয়েও তারা ভালো ফলাফল করতে পারে।
লেখাপড়ার সাথে টাকা সংগ্রহের বিষয়টি মাথায় ঢুকলে লেখাপড়া ভালোভাবে করা যায় না। তবে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তাতে তাদের অনেক উপকার হয়েছে। যারা ধর্ণাঢ্য রয়েছেন তাদেরকেও এভাবে পাশে পেতে চান শিক্ষার্থীরা।
যেসব কলেজের শিক্ষার্থীরা সহায়তা পেয়েছে সেগুলো হলো -সরকারি মহিলা কলেজ, সরকারি বরিশাল কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বেগম তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ, এ. করিম আইডিয়াল কলেজ।
উল্লেখ্য সরকারি বিভিন্ন পেশা থেকে অবসরে যাওয়া ব্যক্তিদের উদ্যোগে গড়ে উঠেছে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT