বরিশালে জাতীয় পাট দিবস উদ্‌যাপন বরিশালে জাতীয় পাট দিবস উদ্‌যাপন - ajkerparibartan.com
বরিশালে জাতীয় পাট দিবস উদ্‌যাপন

3:11 pm , March 6, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বরিশালে জাতীয় পাট দিবস উদ্?যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার বলেন, পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। সেজন্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বাড়ালে দেশে নতুন নতুন কর্মসংস্থান বৃদ্ধি পাবে যা দেশের বেকারত্বের হার কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) রিয়াজ হোসেন বলেন, একসময় দেশে পাটের অনেক ব্যবহার হলেও বর্তমানে সে জায়গাটি প্লাস্টিক পণ্য দখল করে নিয়েছে। যা পরিবেশের জন্য হুমকিস্বরুপ। এসময় তিনি পাটের ব্যবহার বৃদ্ধিকরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT