3:10 pm , March 6, 2025

চলন্ত বাসটিতে আগুন জ্বলতে দেখে এক মোটরসাইকেল চালক বিষয়টি বাসচালককে অবহিত করেন
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী গ্রীন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে ভয়াবাহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে মুহূর্তের মধ্যে পুরো বাসটি পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার নামক এলাকায় বীর মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদীর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হলেও বাসটি সম্পূর্নভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গ্রীন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৩১৯২) বাসটির ইঞ্জিন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। সড়কের মধ্যে বাসে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২ ঘন্টা মহা সড়কে যান চলাচল বন্ধ ছিলো । প্রতক্ষদর্শী শাওন চক্রবর্তী বলেন, চলন্ত বাসটিতে আগুন জ্বলতে দেখে এক মোটরসাইকেল চালক বিষয়টি বাসচালককে অবহিত করেন। চালক বাসটি থামিয়ে যাত্রীদের নামার সুযোগ করে দেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, চলন্ত বাসে ইঞ্জিন বা এসি থেকে আগুল লাগতে পারে।