4:47 pm , March 5, 2025

বিসিসি প্রশাসকের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক ॥ ২ মাস ধরে বেতন না পেলেও কাজ করে যাচ্ছেন বাক প্রতিবন্ধী আনিসুর রহমান আনিস। বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিবন্ধী কোটায় দৈনিক মজুরী ভিত্তিতে আনিসুর রহমান দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে নগরীর বিবির পুকুর এবং এর সৌন্দর্যবর্ধনের দেখাশোনার দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রতিবন্ধী হলেও কাজের প্রতি শ্রদ্ধাশীল ও প্ররিশ্রমী। ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতা যখন এনেক্স ভবন ও সদররোডে আশেপাশের ব্যাপক ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটায় তখন বাক প্রতিবন্ধী আনিসের উপস্থিত এবং সাহসিকতায় রক্ষা পায় হিরন স্কয়ার ও বিবির পুকুর পাড়ের পানির ফোয়ারা দুটি। আনিসুর রহমান নগরীর সকলের পরিচিত মুখ। তিনি কথা না বলতে পারলেও মানুষের সাথে ভালো ব্যবহার করেন। আনিসের উপার্জনের উপর নির্ভরশীল তার পরিবার। সুশীল সমাজের দাবি বরিশাল সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি আমলে নিয়ে বাক প্রতিবন্ধী আনিসুর রহমানের জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন।