4:24 pm , March 5, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির কৃষ্ণকাঠি তৈয়বিয়া জামে মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বাদ জুম্মা ওই এলাকার গোলাম মর্তুজা ওরফে মন্টুর সভাপতিত্বে এক সভায় আব্দুস সালামকে সভাপতি ও মজিবর রহমানকে সাধারণ সম্পাদক , শামীম হোসেনকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
ওই মসজিদের পূর্বের কমিটির সভাপতি শাহজাহান সাংবাদিকদের বলেন, ঝালকাঠি থেকে দলীয় কিছু নেতাদের টাকা দিয়ে পকেট কমিটি করার জন্য ৮/১০ জন ভাড়াটিয়া লোক নিয়ে গোলাম মর্তুজা মন্টুর নেতৃত্বে বৈঠক হয়। গোলাম মর্তুজা মন্টুর ভাই গোলাম মোস্তফাকে ওই মসজিদে মুতওয়াল্লি বানানোর জন্য সাবেক সম্পাদক পদ কেটে কৃষ্ণকাঠি আব্দুল মজিদ হাওলাদারকে করে ঝালকাঠি সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা করেন। মর্তুজা মন্টু আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি আমির হোসেন আমুকে সহ ৪শ লোককে দাওয়াত করে তার বাড়ীতে খাওয়ান । এ বিষয়ে মর্তুজা ওরফে মন্টু সাংবাদিকদের বলেন, একজন এমপি ঈদের দিনে কারো বাসায় গিয়ে উঠলে তখন তাকে বের করে দেয়া সম্ভব কি? মসজিদের বিষয়ে বলেন, আমি এবং আমার ভাই গোলাম মোস্তফা ওই মসজিদের দাতা সদস্য ।
সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বলেন, আমাদের কমিটির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বলবৎ আছে। হঠাৎ করে গত শুক্রবার মর্তুজা মন্টু দলীয় নেতাদের নিয়ে মসজিদে জুম্মার নামাজে উপস্থিত হয়ে কমিটি গঠন করে।