মুলাদীতে ড্রামচিমনির তিন ইটভাটায় অভিযান ॥ ৪ লাখ টাকা জরিমানা মুলাদীতে ড্রামচিমনির তিন ইটভাটায় অভিযান ॥ ৪ লাখ টাকা জরিমানা - ajkerparibartan.com
মুলাদীতে ড্রামচিমনির তিন ইটভাটায় অভিযান ॥ ৪ লাখ টাকা জরিমানা

4:23 pm , March 5, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে তিন ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা এই অভিযান পরিচালনা করেন। এসময় ড্রাম চিমনির তিনটি ইটভাটাকে স্থায়ীভাবে বন্ধের নির্দেশ এবং ৪লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া ড্রাম চিমনির ইটভাটার চিমনি বিনষ্ট করার নির্দেশনাও দেন উপজেলা প্রশাসন। অপরদিকে অভিযান শেষে প্রশাসনের কর্মকর্তারা ফিরে গেলে ইটভাটা মালিকের লোকজন পুনরায় ড্রামচিমনি স্থাপনের চেষ্টা চালায়। ওই সময় স্থানীয়দের সঙ্গে ইটভাটার লোকজনের কথার কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, উপজেলায় ২২টি ইটভাটার মধ্যে কমপক্ষে ৪টি ড্রামচিমনির ইটভাটা রয়েছে। এরমধ্যে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙা এলাকায় শিক্ষক বশির আহমেদের এসবিবি, চরকালেখান গ্রামের আওয়ামী লীগ কর্মী মো. বাবুর এসএসবি, কাজিরচর ইউনিয়নে বাহাদুরপুর নতুনহাট এলাকায় নাঈম খানের নাফি ব্রিকস, কাঠেরচর এলাকায় এলাহি বক্স বেপারীর এবি ব্রিকস। অপেক্ষাকৃত কম উচ্চতাসম্পন্ন ড্রামচিমনির ইটভাটায় পরিবেশ দূষিত হওয়ার অভিযোগে স্থানীয়রা ভাটাগুলো বন্ধের দাবি জানান। পরে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চরকালেখান ইউনিয়নের ২ ইটভাটায় অভিযান চালিয়ে প্রত্যেককে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া সহকারী কমিশনার (ভুমি) পরাগ সাহা কাজিরচর ইউনিয়নের নাঈম খানের ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেন।
চরকালেখান ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আজিজ সরদার জানান, বুধবার প্রশাসন অভিযান চালিয়ে দুটি ড্রামচিমনির ইটভাটা স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেয়। কিন্তু প্রশাসনের লোকজন ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে মো. বাবুর লোকজন এসএসবি ইটভাটায় ড্রাম চিমনি পুনরায় স্থাপনের চেষ্টা চালায়। এসময় স্থানীয় লোকজন তাদের বাঁধা দিলে ইটভাটার লোকজনের সঙ্গে কথার কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, বন্ধ করে দেওয়া ইটভাটা পুনরায় চালু করার উদ্যোগ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT