4:45 pm , March 4, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে মুড়িতে নিষিদ্ধ শিল্পগ্রেডের লবণ ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সদরের উত্তর বাজার ও আমড়াজুড়ি ফেরিঘাটে গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে খই-মুড়ি প্রোডাক্টস ও হাসান অ্যান্ড রাব্বি এন্টারপ্রাইজ এর মালিকের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ও বিএসটিআই এর পরিদর্শক ইয়াছির আরাফাত। উপজেলা সহকারী কমিশনার বলেন, মুড়ি প্রস্তুত করার সময় সাধারণ খাবার লবণের পরিবর্তে শিল্প কারখানায় ব্যবহার উপযোগী শিল্পগ্রেডের লবণ ব্যবহার করতে দেখা যায়। জব্দকৃত শিল্পগ্রেডের লবণ তাৎক্ষণিকভাবে নষ্ট করা হয়েছে।