4:45 pm , March 4, 2025

মোঃ জসিম জনি, লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন ও তজুমদ্দিনে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। শেখ হাসিনা পরিবার ও আওয়ামী লীগের সাবেক এমপি, এমপির স্ত্রী এবং আওয়ামী লীগ নেতার নামে নামকরণকৃত এসব প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়। ইতোমধ্যে নাম পরিবর্তনের পরিপত্র জারী করে চিঠি প্রেরণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২ মার্চ দেওয়া এই আদেশে ভোলার ৭টিসহ সারাদেশে ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়। পরিবর্তনকৃত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ভোলার লালমোহন উপজেলায় ৫টি ও তজুমদ্দিন উপজেলায় ২টি রয়েছে।
এরমধ্যে বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দীপাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মধ্য রায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরাজগঞ্জ ইউনিয়নে ফারজানা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দক্ষিণ সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমাগঞ্জ ইউনিয়নে ফারজানা চৌধুরী রতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রমাগঞ্জ কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন ইউনিয়নে পূর্ব ফুলবাগিচা ফারজানা চৌধুরী (রতœা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পূর্ব ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম করণ করা হয়েছে। একই সংসদীয় আসনের তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলকপুর ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিত দেবনাথ জানান, নাম পরিবর্তনের চিঠি পেয়েছেন। বিদ্যালয়গুলোর সাইনবোর্ড নতুন নামে করার জন্য প্রধান শিক্ষকদের বলা হবে।