হিজলায় ডাকাতি মামলার আসামী গ্রেফতার হিজলায় ডাকাতি মামলার আসামী গ্রেফতার - ajkerparibartan.com
হিজলায় ডাকাতি মামলার আসামী গ্রেফতার

4:45 pm , March 4, 2025

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় ডাকাতি মামলার আসামী ২ আসামী হিজলা-গৌরবদী ইউনিয়নের চরকুশরিয়া এলাকার মৃত চুন্নু ডাক্তারের ছেলে কামাল হোসেন(৩০) ও শামসুদ্দীনের ছেলে ইদ্রিস ওরফে ইদ্রিস দেওয়ান(৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে এসআই আরাফাত রহমান হাসান,এএসআই ইয়ামিন, মারুফ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
২০২২ সালে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় একটি ডাকাতি মামলা হয়। ওই মামলার আসামী  কামাল ও ইদ্রিস।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ইদ্রিস দেওয়ানের নিয়ন্ত্রনে বিভিন্ন মাছঘাট ছিল। এলাকায় গরু চুরির সিন্ডিকেটের সাথে তিনি জড়িত বলে পুলিশ জানিয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ডেভিল হান্ট অভিযানে কৃষকদলের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT