স্বরূপকাঠি ও বানারীপাড়ায় রমরমা ইয়াবা ব্যবসা স্বরূপকাঠি ও বানারীপাড়ায় রমরমা ইয়াবা ব্যবসা - ajkerparibartan.com
স্বরূপকাঠি ও বানারীপাড়ায় রমরমা ইয়াবা ব্যবসা

4:43 pm , March 4, 2025

গৌতম কুমার, স্বরূপকাঠি প্রতিবেদক ॥ নেছারাবাদের (স্বরূপকাঠি) মাদক ব্যবসায়ী ফুয়াদ ও বানারীপাড়ার কালুর যোগসাজশে চলছে ইয়াবার রমরমা ব্যবসা। বানারীপাড়া ও নেছারাবাদ উপজেলায় এরা দুজন দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এজেন্টের মাধ্যমে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি নেছারাবাদে ইয়াবা সহ গ্রেফতার হওয়া লিমনের  স্বীকারোক্তি অনুযায়ী বানারীপাড়া বন্দরবাজার ব্যবসায়ী কালু ওরফে কালাচাঁদ পাল ওরফে কেসি পালের নাম জনসম্মুখে চলে আসে।
খোঁজ নিয়ে জানা গেছে, কালু বানারীপাড়ায় একাধিক নামে পরিচিত। তার বাবার নাম মানিক পাল। তার বাড়ি বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তরপাড় গ্রামে। তিনি অনেক পুরনো মাদক ব্যবসায়ী। অঢেল টাকা-পয়সার মালিক হওয়ায় তিনি সবসময় থাকতেন আড়ালে। সম্প্রতি নেছারাবাদে ইয়াবা সহ তিনজন গ্রেফতারের পর সামনে আসে বানারীপাড়ার কালুর নাম।
উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার এসআই রায়হান আহম্মেদ সোহেল, এএসআই মনির খানের নেতৃত্বে স্বরূপকাঠী বাজার অটোষ্ট্যান্ড এলাকা থেকে ইয়াবাসহ স্বরূপকাঠী পৌর শহরের জগন্নাথকাঠী গ্রামের মৃত আলী আকব্বর এর ছেলে মেহেদী হাসান ফুয়াদ (৪০) ও দক্ষিণ জগন্নাথকাঠী গ্রামের শাহ আলমের ছেলে ইয়াছিন (২১) এবং বানারীপাড়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল হাই এর ছেলে লিমন (৩৪) কে গ্রেফতার করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT