আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন খলিফা হিসেবে -এ্যাড. মুয়ায্যম হোসাইন হেলাল আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন খলিফা হিসেবে -এ্যাড. মুয়ায্যম হোসাইন হেলাল - ajkerparibartan.com
আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন খলিফা হিসেবে -এ্যাড. মুয়ায্যম হোসাইন হেলাল

4:40 pm , March 4, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ গতকাল মঙ্গলবার সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের উদ্যোগে দিনার বাজার আল হেরা আজেজিয়া জামে মসজিদে ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মুসতায়িন বিল্লার সভাপতিত্বে মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা ও ইফতারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি  অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। প্রধান অতিথির বক্তব্যে মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, আল্লাহ আমাদের কে দুনিয়াতে পাঠিয়েছেন খলিফা হিসেবে এবং যারা তাকওয়াবান তাদের উপর সমাজের দায়িত্ব অর্পিত করেন। যেমন দায়িত্ব পেয়েছেন উমর (রাঃ) যার শাসন আমলে দেখা গেছে নিজে কাধে করে অসহায় মানুষের বাসায় খাবার পৌঁছে দিয়েছেন। জামায়াতে ইসলামী সেই রকমের একটি শাসন ব্যবস্থা গড়ে তুলতে চায়। আমরা প্রত্যেকটি অসহায় মানুষের কাছে ইফতার পৌঁছে দিবো ইনশাআল্লাহ। এবং আমাদের আমিরে জামায়াত ডা.শফিকুর রহমান এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি বরিশাল মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশাল সদর উপজেলার আমির শফিউল্লাহ তালুকদার, মহানগরীর ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা সোহরাব হোসেন, সদর উপজেলার  নায়বে আমির ইসমাইল হোসেন নেছারী, সেক্রেটারি কাউসার হোসেন উপজেলা কর্মপরিষদ সদস্য  আবুল কালাম ও আশরাফ আলী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT