5:19 pm , March 3, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে অগ্নিকান্ডে একটি ব্যবসা পতিষ্ঠান ভষ্মিভূত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না ক্লাবঘর বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাজারের পাশের সাবেক ইউপি ইউপি সদস্য উত্তম কুমারের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে তার স্ত্রী বাজারের আগুন দেখে চিৎকার দেয়। মুহূর্তের মধ্যে মাহফুজ খানের মুদি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। পাশে মিল্লাত খানের ফার্মেসীসহ আরো দুটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউপি সদস্য ফিরোজ খান বলেন, রাতে কে বা কারা তার ছেলের দোকানে আগুন লাগিয়ে দেয়। কাউখালী থানার ওসি সোলায়মান ও সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।