5:17 pm , March 3, 2025

পিরোজপুর প্রতিবেদক ॥ গত ২৮ ফেব্রুয়ারি ঢাকাস্থ গুলশান নর্থক্লাবে ভান্ডারিয়া কল্যাণ সমিতির বার্ষিক সাধারণসভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মজিবুর রহমান মৃধাকে সভাপতি এবং হাসান ইকবালকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
সভায় বক্তারা ভান্ডারিয়া কল্যাণ সমিতিকে অর্থবহ ও কার্যকরী সংগঠন হিসেবে পরিগণিত করার লক্ষ্যে গঠনমূলক ও ইতিবাচক অভিমত ব্যক্ত করেন। সুষ্ঠু ও সন্তোষজনকভাবে উক্ত সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন।