পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার ফল ব্যবসায়ী পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার ফল ব্যবসায়ী - ajkerparibartan.com
পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার ফল ব্যবসায়ী

5:14 pm , March 3, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ পাওনা টাকা চাইতে গিয়ে নগরের ফল পট্রিতে এক ব্যবসায়ীর হাতে অপর ব্যবসায়ী আহত হয়েছে। গুরুতর আহত ব্যবসায়ি জাহিদকে শেরে-ই-বাংলা মেডিকেল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বরিশাল কোতোয়ালী মডেল থানায় সাত থেকে দশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে আহত জাহিদ জানান। সোমবার সকালে ফল ফট্টির খেজুর ব্যবসায়ী আলমগীর এর কাছে পাওয়া টাকা চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে আলমগীর জাহিদ কে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় এলাকার শহীদ, রহিম, ইমু সহ আরো সাত আট জন জাহিদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় জাহিদ। পরে গুরুতর আহত অবস্থায় জাহিদ কে শেরে বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পারবারিক সূত্রে জানা গেছে। এই ঘটনার পর পরই আলমগীর পালিয়ে গেছে। অপর একটি সূত্র জানায় মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি করে আসছে আলমগীর। কেউ এর প্রতিবাদ করলে তাকে খুন এবং হত্যার ভয় দেখায়। আলমগীরের দূর সম্পর্কের এক আত্মীয় বরিশাল জেলা পরিষদের কর্মকর্তা। তার ভয় দেখিয়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছে আলমগীর। কেউ এর প্রতিবাদ করলে ভাইয়ের নাম ভাঙ্গিয়ে ভয় দেখায় আলমগীর। ফলে কেউ এর প্রতিবাদ পড়তে সাহস পায় না। এলাকাবাসী আলমগীরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT