চরফ্যাসনে চোর সরদারের দুই চোখ তুলে দিলো গ্রামবাসী ! চরফ্যাসনে চোর সরদারের দুই চোখ তুলে দিলো গ্রামবাসী ! - ajkerparibartan.com
চরফ্যাসনে চোর সরদারের দুই চোখ তুলে দিলো গ্রামবাসী !

5:27 pm , March 2, 2025

চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনে নজরুল নগর ইউনিয়নের  শাহাজাহান মিন্টিজ (৪০) নামে এক চোর সরদারের দুই চোখ তুলে দিয়েছে গ্রামবাসী। তবে চোর চক্রের সরদার মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগম দাবী করেন, সন্দেহজনকভাবে তার স্বামীকে তুলে নিয়ে মারধরের পর হাত-পা ভেঙ্গে দুই চোখ তুলে দেন মাঝের চর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে সাকিবসহ তার দলবল।
গতকাল রোববার সকালে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে এঘটনা ঘটে। পরে আহত অবস্থায় স্থানীয় গ্রাম পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে দুপুরে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। আহত সদরদার শাহজাহান ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসীন্দা।
স্থানীয়রা জানান, চোর চক্রের সরদার মিন্টিজের পুর্ব পুরুষ থেকে সবাই চুরি ডাকাতিতে জড়িত। তার বাবাও একজন পেশাদার চোর ছিলো। মিন্টিজ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য চুরি,ডাকাতি ও খুনের মামলা রয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক বাড়িতে চুরি সংঘটিত হয়। রোববার সকালে মিন্টিজকে চর আরকলমী গ্রামের নিজ বাড়িতে  স্থানীয়রা দেখতে পেয়ে ধাওয়া করে এবং জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে আটক করে। পরে ওই  গ্রামের বারেক ফরাজীর বাড়ির পুকুর পাড়ে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয় এবং দুটি চোখ তুলে দিয়ে পুকুরের পাড়ে ফেলে রেখে যায়।  পরে খবর পেয়ে গ্রাম পুলিশ সোরহাব হোসেন তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে পাঠায়।
মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগম বলেন, স্থানীয় একটি মাদরাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে সাকিবের নেতৃতে তার স্বামীকে তুলে নিয়ে চোখ তুলে দিয়েছে।
এ ব্যাপারে সাকিব বলেন, মিন্টিজ পেশাদার চোর। এবং চোর চক্রের সরদার। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে ধাওয়া করে গণধোলাই দিয়ে চোখ তুলে দিয়েছে বলে শুনেছি।
চরফ্যাসন হাসপাতালের উপ-সহকারী মেডিকেল অফিসার  রিয়াজ উদ্দিন জানান, মিন্টিজ নামের ওই ব্যাক্তিকে হাত-পা ভেঙ্গে চোখ তুলে ফেলা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক ভূঁইয়া বলেন, স্থানীয়রা মিন্টিজকে আটক করে গণধোলাই দিয়ে দুই চোখ তুলে দিয়েছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT