3:59 pm , March 1, 2025

মো: আফজাল হোসেন, চরফ্যাশন থেকে ফিরে ॥ এক সময় যে খাল দিয়ে গয়না নৌকা চলতো। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল নিয়ে ট্রলার এবং যাত্রী নিয়ে লঞ্চ আসতো সেইসব খাল আজ দখলের কারণে মৃত প্রায়। যা আছে তাও আবার ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। দ্বীপ জেলা ভোলার চারপাশ নদীবেষ্টিত থাকায় প্রধান বাহন নৌকা, ট্রলার ও লঞ্চ। এক সময় মানুষ গয়না নৌকা ব্যবহার করতো অন্য জেলা থেকে এই দ্বীপ জেলায় আসার জন্য। ভোলা শহরের প্রান একমাত্র খালটি আজ মৃতপ্রায়। খালটি দখলের ফলে ড্রেনে পরিনত হয়েছে। যে যার মত করেই দখল নিয়েছে। শুধু তাই নয় খাল দখল করে ভাসমান রেস্টুরেন্ট করা হয়েছে। আর সবই হচ্ছে প্রশাসনের চোখের সামনে। একদিকে প্রশাসন খাল দূষণ ও দখলমুক্ত করার ঘোষণা দেয় অন্যদিকে তারাই আবার সেখানে ভাসমান রেস্টুরেন্ট এর উদ্বোধন করেন। কয়েকদিন আগে স্থানীয় ব্যবসায়ীরা এসব উচ্ছেদ করার দাবী এবং কিচেন মার্কেট দখলমুক্ত করার জন্য পৌর ভবন ঘেরাও করে। তখন দখলমুক্ত করার ঘোষনা দেয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না।
এদিকে একই অবস্থা জেলার সর্বদক্ষিণ চরফ্যাশন পৌর শহরেরও। নৌকা-ট্রলার চলাচলতো দূরের কথা পানি চলাচলই বন্ধের পথে। কোথাও আগুন লাগলেও পানি পর্যন্ত পাওয়া যায়না। স্থানীয় কামাল গোলদার, শফিকুর রহমান,আবু সাঈদসহ অনেকেই এসব খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল খননের মাধ্যমে পানির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবী জানান।
এ ব্যাপারে ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, খালের দুইপাড় দখল হয়ে আছে। সার্ভেয়ার দিয়ে মাপার কাজ শেষ হয়েছে। দখল হওয়া জায়গা চিহ্নিত করেছি। এখন আমরা উদ্ধার অভিযানে নামবো। একই সাথে জেলার যত খাল বে-দখল হয়ে আছে সবই দখলমুক্ত করা হবে।