নগরীতে অন্যের জমিতে রাতের আধারে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ নগরীতে অন্যের জমিতে রাতের আধারে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ - ajkerparibartan.com
নগরীতে অন্যের জমিতে রাতের আধারে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

3:54 pm , March 1, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল আদালতে চলমান একটি দেওয়ানী মামলা নিস্পত্তি না হওয়ার আগেই জোরপূর্বক রাতের আধারে জমিতে পাকা স্থাপনা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী জমির মালিক মো: বাহাদুর অবৈধ দখল বন্ধে পুলিশী সহায়তা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন কোতয়ালী মডেল থানায়।
এদিকে সিটি করপোরেশনের অনুমতি ছাড়া অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করায় করপোরেশনের প্লান শাখায়ও অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জমির মালিক।
অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর ৬নং ওয়ার্ড পিয়াজপট্টি এলাকার আমানতগঞ্জ মৌজায় (জেএল নং- ৪৮, খতিয়ান নং-১৪৯১, হাল-২৪৩০/১ নং দাগের পূর্ব দিকে হিস্যা ১২ আনা অংশের .০৭২/৩-৪ ভূমি)  যা পরবর্তীকালে জেএল-৬২ নং চরবদনা মৌজায় হাল-৩১৫ নং খতিয়ানে জমির বর্তমান মালিক বাহাদুরের বাবা মৃত আব্দুস সোবাহান খলিফার নামে রেকর্ড ছিলো। উক্ত জমি নিয়ে বিবাদী মৃত রত্মেস্বর দত্তের ছেলে শংকর কুমার দত্ত বিরোধ সৃষ্টি করে এবং অবৈধভাবে দখল নেওয়ার পায়তারা করে। এরপর বিষয়টি আদালতে গড়ায়। দীর্ঘবছর মামলা পরিচালনার পর আদালতের রায়ে জমির মালিকানা বলবৎ থাকে রেকর্ডিয় মালিক আব্দুস সোবাহান খলিফার নামে। উক্ত আদেশের বিরুদ্ধে শংকর কুমার দত্ত বরিশাল জেলা জজ আদালতে আপিল করেন। আপিল মামলাটি রায়ের জন্য বর্তমানে অপেক্ষমান রয়েছে।
মামলাটি বিজ্ঞ আদালতে চলমান থাকার পরেও বিবাদী শংকর কুমার অন্যের সম্পত্তি অবৈধভাবে দখলে নেওয়ার জন্য রাতের আধারে সেখানে পাকা ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
কোতয়ালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুনু বলেন, ঘটনাস্থলে পাকা স্থাপনা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক ও বিবাদী শংকর দত্ত পালিয়ে যায়।
বরিশাল সিটি করপোরেশনের আরআই সালাহউদ্দিন বলেন, রাতের আধারে কাজ করায় বিষয়টি আমাদের নজরে আসেনি। অবৈধ স্থাপনা নির্মাণ করায় নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিবাদী শংকর দত্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT