4:11 pm , February 27, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ৩১তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরিশালের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার সকালে নগরীর বেলস্ পার্কে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন (সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বরিশাল বিভাগের ৬ টি জেলা এবং বরিশাল বিভাগীয় ইউনিটসহ মোট ৭টি ইউনিট অংশগ্রহণ করছে। প্রতিটি ইউনিটে ৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।