4:09 pm , February 27, 2025

বিশেষ প্রতিবেদক ॥ আসন্ন মাহে রমজানের প্রথম দিন থেকে পবিত্র ঈদ উল ফিতর পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল নগরী। এসময় প্রতিদিন পুলিশের ১৮ টি চেকপোস্ট বসবে বরিশাল নগরীর চারপাশে। এসব চেকপোস্টে যৌথ বাহিনী সহায়তা করবে।
গতকাল দুপুরে মাহে রমজান উপলক্ষে বরিশাল মেট্রোপলিটান পুলিশের এক প্রেস ব্রিফিং এ কথা বলেছেন বিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এসময় রমজান ও ঈদ সময়কার বাস্তব সমস্যাগুলো তুলে ধরে তা সমাধানে পুলিশকে আগাম ব্যবস্থা গ্রহনের আহবান জানান সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নাসিম উল আলম, মুরাদ আহমেদ, কাওছার হোসেন, বিআরইউর সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ প্রমুখ। বক্তারা নগরীর আইন শৃংখলা রক্ষায় পুলিশের তৎপরতা আরো জোরদারের তাগিদ দেন।
এসময় সাংবাদিকদের জানানো হয় রোজার সময় চুরি, ছিনতাই বন্ধে নগরজুড়ে পুলিশের বিশেষ দল টহলে থাকবে। ঈদ পর্যন্ত মার্কেট এলাকাগুলোতে সার্বক্ষবিক সিসি ক্যামেরা সচল থাকবে। ট্রাফিক ব্যাবস্থা ঢেলে সাজানো থাকবে।