দেশ সেরা সহকারি জজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেশ সেরা সহকারি জজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা - ajkerparibartan.com
দেশ সেরা সহকারি জজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা

4:18 pm , February 26, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সারা দেশে প্রথম স্থান অর্জনকারী বরিশালের বাবুগঞ্জের সন্তান হালিমাতুস সাদিয়াকে সংবর্ধনা দিয়েছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।
বুধবার বেলা ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সংবর্ধনায়
উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষ থেকে হালিমাতুস সাদিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
হালিমাতুস সাদিয়া বলেন, দায়িত্ব পেলে যে কোন অন্যায় জাজমেন্ট থেকে বিরত থাকবো এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার দায়িত্বে অবিচল থাকবো।
সাদিয়া বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের শাহে আলম আকনের মেয়ে ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। শিক্ষা জীবনে সাদিয়া বরিশাল সদর গার্লস থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং বরিশাল সরকারি মহিলা কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT