4:17 pm , February 26, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় গৌরনদী উপজেলা সদরে ন্যায্য মূল্যের দোকান এর উদ্বোধন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, গৌরনদী পৌর নাগরিক কিমটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, মানুষের জন্য ফাউন্ডেশনের সভাপতি শামীম সরদার, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম। মানুষের জন্য ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম বলেন, উদ্বোধনের পর থেকে আগামি একমাস সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ দোকানে রমজানের ইফতারি ২০ প্রকার পণ্য এখানে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি হবে।