4:12 pm , February 26, 2025

পরিবর্তন ডেস্ক ॥ সারা বাংলাদেশে নারীর প্রতি আগ্রাসন ও ধর্ষকের দ্রুত বিচারসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ৭ দফা জানিয়ে বলেন, বিচার কার্য চলাকালীন ধর্ষিতা ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পারিবারিক যৌন সহিংসতায় প্রশাসন মামলা না নিলে জনগণের হাতে ধর্ষক কে তুলে দিতে হবে, ধর্ষণের মামলা বিশেষ ট্রাইবুনাল গঠন করে তদন্ত সহকারে দ্রুত নিষ্পত্তি করতে হবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- ও মামলার খরচ রাষ্ট্রের নিতে হবে, ধর্ষণ ও ইভটিজিং এবং মলেস্টিং এর কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে, আসামি নিশ্চিত কবার ৭২ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন সেল গঠন কার্যকর করতে হবে। আর এসব দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ মানববন্ধনে সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক, নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল মহানগর যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া