আলেকান্দা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আলেকান্দা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - ajkerparibartan.com
আলেকান্দা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

4:10 pm , February 26, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজা খানম নাসরিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, সদস্য নুরুল ইসলাম পনির, ৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ১৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক গোলাম হায়দার মামুন,রুপাতলি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবেদ মোল্লা,২২ নং ওয়ার্ডের সদস্য ফিরোজ হোসেন,২৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামিম সহ আরও অনেকে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইভেন্টে খেলাধুলায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য খালেদুল ইসলাম ইমন, রফিকুল ইসলাম সিকদার, রেজাউল ইসলাম কুট্টি, রাইসুল ইসলাম অভি, সুমাইয়া জিসান এবং রাহাত ফকির। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অভিভাবকদের নিয়েও বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার  বিতরণ করেন অতিথিরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT