মঠবাড়িয়ায় স্কুলের হাজিরা খাতা ছিড়ে ফেললেন প্রধান শিক্ষক! মঠবাড়িয়ায় স্কুলের হাজিরা খাতা ছিড়ে ফেললেন প্রধান শিক্ষক! - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় স্কুলের হাজিরা খাতা ছিড়ে ফেললেন প্রধান শিক্ষক!

3:58 pm , February 25, 2025

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় রাতের আঁধারে হাজিরা খাতা ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে ৪১ নং রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক কে এম মশিউর রহমান এর বিরুদ্ধে।  এ ঘটনায় সবুজ খান সাগর নামে স্থানীয় এক যুবক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, ৪১নং রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম মশিউর রহমান ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি ১৯ ফেব্রুয়ারি রাতে বিদ্যালয় গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। বিষয়টি বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করলে প্রধান শিক্ষক মশিউর রহমান ২৩ ফেব্রুয়ারি হাজিরা খাতার ওই পৃষ্ঠা ছিড়ে ফেলেন। এছাড়া অভিযোগে সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণের কথাও উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে প্রধানশিক্ষক কেএম মশিউর রহমান বিদ্যালয়ের হাজিরা খাতার পৃষ্ঠা ছিড়ে ফেলার কথা স্বীকার করে বলেন, বিষয়টি আমার ভুল হয়েছে।
এ ব্যাপারে ওই ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার হেমায়েত গাজী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT