হারিছের সহযোগী যুবলীগ নেতা সানাউল আপত্তিকর অবস্থায় ধরা ! হারিছের সহযোগী যুবলীগ নেতা সানাউল আপত্তিকর অবস্থায় ধরা ! - ajkerparibartan.com
হারিছের সহযোগী যুবলীগ নেতা সানাউল আপত্তিকর অবস্থায় ধরা !

3:58 pm , February 24, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের সহযোগী ও যুবলীগ ক্যাডার বাসুদেব পাড়া গ্রামের সানাউল প্যাদাকে (৪০) রোববার গভীর রাতে ইটালী প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে স্থানীয়রা। এ ঘটনায় সোমবার গৌরনদী  মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ উভয়কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরিকল ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের ইটালী প্রবাসী জুয়েল বেপারী (৩৮) গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মোবারক আলীর কন্যা নাসরিন কে বিয়ে করেন। দীর্ঘ ১৮ বছর পর স্বামী জুয়েল বেপারী ইটালী থেকে বাড়িতে আসলে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিলো না। এক পর্যায় স্ত্রী নাসরিন ছোট মেয়েকে নিয়ে গৌরনদী বন্দর সংলগ্ন নিজস্ব বাসভবনে বসবাস শুরু করে। প্রবাসী জুয়েল বেপারী অভিযোগ করে বলেন, আমার স্ত্রীর পরকীয়ার বিষয়টি জেনে বাড়িতে আসি। বাড়িতে আসার পর থেকে আমার স্ত্রী নাসরিনের সাথে দাম্পত্য কলহ চলছিল। এমন কি স্ত্রী আমার বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন। এতে আমার বিষয়টি সন্দেহ হলে আমি দীর্ঘদিন বিষয়টি ধরার জন্য চেষ্টা করি। রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আমার স্ত্রী নাসরিনের ঘরে ঢোকে যুবলীগ ক্যাডার সানাউল প্যাদা। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে তালা দিয়ে পুলিশে খবর দেই। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে নাসরিন ও সানাউলকে আটক করে।  গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বলেন, অসামাজি কাজে লিপ্ত থাকায় এক নারীসহ যুবলীগ নেতা সানাউল প্যাদাকে আটক করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT