3:54 pm , February 24, 2025

স্বরুপকাঠী প্রতিবেদক ॥ ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহামুদ হোসেন বলেছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে এদেশের মানুষ যে স্বপ্ন দেখছে তা বাস্তবায়িত হবে। আগামী নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া,কাউখালি,নেছারাবাদ) আসনে যে ব্যক্তি ধানের শীষ প্রতীক নিয়ে আসবে আপনারা তাকে ভোট দেবেন।
রোববার রাতে নেছারাবাদ উপজেলার বিভিন্ন এলাকায় জনসাধারনের মাঝে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিলিকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ, বিএনপি নেতা আলমগীর হোসেন, সাইফুল ইসলাম উজ্জল ,মোহাম্মদ নুরুল হক, কাজী মিজানুর রহমান, আমিনুল ইসলাম মিজান, মামুন সরদার।