3:28 pm , February 24, 2025

ঝালকাঠী প্রতিবেদক ॥ ঐতিহ্যবাহী ঝালকাঠীর নেছারাবাদ দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। সকাল ১০টায় মোনাজাত পরিচালনা করেন আমীরুল মুছলিহীন খলিলুর রহমান নেছারাবাদী।
বার্ষিক মাহফিলের এ বিশেষ জলসায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেনÑআলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ সাব্বির আহমদ মোমতাজী, মৌকারা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মো. নেছারুদ্দীন অলি উল্লাহ, মোকামিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ মোহম্মদ মাহমুদুল হাসান ফেরদাউস, হদুয়া দরবার শরীফের পীর মাওলানা শাহ মুহম্মদ আবু তৈয়ব, গালুয়া দরবার শরীফের পীর মাওলানা আব্দুর রহীম, তালগাছিয়া দরবার শরীফের পীর ও হেফাজতে ইসলাম ঝালকাঠি জেলা সেক্রেটারি মুফতী নুরুল্লাহ আশরাফী, বরিশাল জামেয়া মাহমুদিয়া মোহতামিম হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ড. মুহম্মদ আমিনুল হক, আফগানিস্তানের জালালাবাদ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নূর মুহাম্মদ হক্কানী, ঝালকাঠি খেলাফত মজলিসের সভাপতি ডা. মুহম্মদ সিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মো: আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর হাফিজুর রহমান, ঝালকাঠি জেলা জামায়াতের নায়েবে আমীর আমিনুল ইসলাম, ঝালকাঠি-২ আসনের এমপি পদপ্রার্থী ড. ফয়জুল হক এবং ঝালকাঠি-১ আসনের এমপি পদপ্রার্থী শেখ মো. নেয়ামুল করিম, ঝালকাঠি জেলা মুজাহিদ কমিটির সভাপতি ও ইমাম সমিতির সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মো: মোকতার আহমদ, কারিমপুর দরবার শরীফের পীরজাদা মাওলানা মো. হেদায়াতুল্লাহ ফয়েজী।