বিএনপি নেতা আবুল কালাম শাহীনের ব্যতিক্রমী উদ্যোগ বিএনপি নেতা আবুল কালাম শাহীনের ব্যতিক্রমী উদ্যোগ - ajkerparibartan.com
বিএনপি নেতা আবুল কালাম শাহীনের ব্যতিক্রমী উদ্যোগ

4:24 pm , February 23, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল অশ্বিনী কুমার টাউনহলে তিন দিনব্যাপী  পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এতে সভাপতিত্ব করবেন বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রব। ব্যতিক্রমী এ প্রতিযোগীতার আয়োজন করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন।  কোরআন তেলোয়াত প্রতিযোগীতায় ১৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ২৫ ফেব্রুয়ারি প্রতিযোগীতা শেষ হবে। ওই দিন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT