সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে দুদকের মামলা সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে দুদকের মামলা - ajkerparibartan.com
সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে দুদকের মামলা

4:15 pm , February 23, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
এজাহারে বলা হয়েছে-সাবেক এমপি শাহে আলম তালুকদারের বিরুদ্ধে ১ কোটি ৭৮ লাখ ৫৮ লাখ ৪৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
পাশাপাশি তার ১২টি ব্যাংক হিসেবে ২৫ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার ৭৭২ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
আর তার স্ত্রী আতিয়া আলম মিলির বিরুদ্ধে ৫৫ লাখ ৭৫ হাজার ৯৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশের জারি করেছে দুদক।

এই বিভাগের আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT