4:14 pm , February 23, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ মাওলানা হাফেজ মোহাম্মদ হোসাইন সিদ্দিকী কোরাইশি জৈনপুরী ও তার বড় সাহেবজাদা মাওলানা আহমাদ হোসাইন সিদ্দিকী চাঁন মিয়ার স্বরণে লেংগুটিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল রোববার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দীন ফরহাদ। মরহুম পীরের জামাতা এ টি এম সেকান্দার আলী সরদারের সভাপতিত্বে মাহফিলে আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম লাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন , উত্তর জেলা বিএনপির সদস্য তানভীর আহমেদ , বরিশাল জেলা উত্তর কৃষক দলের আহবায়ক ননী মোহাম্মদ জামাল হোসেন, বরিশাল জেলা উত্তর তাঁতীদলের সভাপতি ইউনুস জুবায়ের, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান শাহ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ পোদ্দার , বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি দেলোয়ার হোসেন, ৮ নং চরগোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর টিপু, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক আজীজ, সুমন বিশ্বাস , বিএনপি নেতা আলম ভূঁইয়া , ৮ নং চরগোপালপুরের যুবদল নেতা মাহফুজুর রহমান নকীব, ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিস মুন্সি, জাঙ্গালিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো: আব্দুল্লাহ প্রমুখ ।