4:02 pm , February 22, 2025

পরিবর্তন ডেস্ক ॥ বরিশালে নানা আয়োজনে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভাগীয় ও জেলা প্রশাসন। ভোর থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ ব্যক্তিগত পর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে আসেন শ্রদ্ধা নিবেদনের জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে মানুষের ঢল নামে। এক পর্যায়ে ফুলে ফুলে ভরে যায় কেন্দ্রীয় শহীদ মিনার। এ সময় শ্রদ্ধা নিবেদনকারীরা জানান, ২৪ এর আন্দোলনে নতুন বাংলাদেশ হয়েছে। তারা বৈষম্যহীন বাংলাদেশ চান। সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বিএমপি উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, পুলিশ সুপার শরিফ উদ্দিন।
বরিশাল জেলা ও মহানগর বিএনপি নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে। সকাল সাড়ে ৭টায় সদর রোড দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের আহবায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার। বেলা ১১টায় সেখান থেকে বিশাল র্যালী নিয়ে শহীদ মিনারের সামনে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর বিএনপি। জেলা দক্ষিণ বিএনপির নেতৃত্বে ছিলেন আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহীন। অপরদিকে মহানগর বিএনপির নেতৃত্বে ছিলেন আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার। এর বাইরে সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পদবঞ্চিত নেতারা।