4:39 pm , February 20, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, সরকারি কাউখালী কলেজের প্রভাষক রবিন মুখোপাধ্যায়, পূর্ব আমড়াজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাস,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়।