4:29 pm , February 20, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধের পাশাপাশি প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে হাসপাতালের সামনে নগরীর বান্দ রোড অবরোধ করেন। এতে ওই সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে তাঁরা ৬ জন শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীদের দাবি, কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে ৩৩৪টি পদের মধ্যে ১৭৩টি শিক্ষকের পদ শূন্য রয়েছে।