ছাত্রদল ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে উত্তেজনা ছাত্রদল ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে উত্তেজনা - ajkerparibartan.com
ছাত্রদল ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে উত্তেজনা

4:43 pm , February 19, 2025

সৈয়দ হাতেম আলী কলেজে
নিজস্ব প্রতিবেদক ॥ খুলনার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র গতকাল বুধবার দুপুরে  বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে কলেজ প্রশাসন।
দীর্ঘ সময় বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় উভয় পক্ষ বলেন- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। যেখানে তৃতীয় পক্ষ ফায়দা লুটতে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মহানগর এবং জেলার নেতাদের উপস্থিতিতে বিষয়টি সমাধানের দিকে গড়িয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সদস্য সচিব এস এম ওয়াহিদুর রহমান বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে কর্মসূচি ছিল। সেখানে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে উভয় পক্ষ ঘটনাস্থলে আসি।
এরপর সুন্দর আলোচনার মধ্য দিয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। হাতেম আলী কলেজে যারা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবে তাদের এ কলেজেরই হতে হবে, বহিরাগত কেউ এসে এখানে প্রভাব বিস্তার করতে পারবে না।
সভা শেষে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, স্লোগানকে কেন্দ্র করে হাতেম আলী কলেজে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে এর পেছনে ছাত্রদলের কেউ জড়িত না। আমরা এটিকে বড় আকারের কিছু হতে দিতে চাই না। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে।
স্বৈরাচার হাসিনা সরকার বিরোধী আন্দোলনে আমরা সবাই হাতে হাত মিলিয়ে রাজপথে ছিলাম, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। বিষয়টি সমাধানের পাশাপাশি তিন-চারটি বিষয় নিয়ে কথা হয়েছে। যেখানে দুই পক্ষই সম্মত হয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT