4:42 pm , February 19, 2025

আরিফুর রহমান, ববি প্রতিবেদক ॥ বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২০ আগষ্ট পদত্যাগ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুমসহ অন্যান্যরা। পরবর্তীতে গত ৩০ সেপ্টেম্বর নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পান ড. রাহাত হোসেন ফয়সাল।
গত সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৫ মাসের মধ্যে তৃতীয় ব্যক্তিকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে একজন প্রক্টর পদত্যাগ করেছেন, আরেকজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার ( ১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন একজন প্রক্টর নিয়োগের আদেশ জারি করেছে।
গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। এরপর ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. এ টি এম রফিকুল ইসলাম । তবে তিনিও সম্প্রতি ভারপ্রাপ্ত দায়িত্ব থেকে অব্যাহতি পান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভ্যন্তরীণ বিতর্কের কারণে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. সনিয়া খান সনিকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি নিশ্চিত করা হয়। একই সাথে সহকারী প্রক্টর পদ থেকে সাইফুল ইসলাম এবং ইলিয়াস হোসাইনকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশের মতে, এত অল্প সময়ের মধ্যে একাধিকবার প্রক্টর পদে পরিবর্তন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন প্রক্টর নিয়োগের মাধ্যমে শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা হবে।