নেছারাবাদে বিএনপি অফিসে আগুন দিলো দুর্বৃত্তরা নেছারাবাদে বিএনপি অফিসে আগুন দিলো দুর্বৃত্তরা - ajkerparibartan.com
নেছারাবাদে বিএনপি অফিসে আগুন দিলো দুর্বৃত্তরা

4:36 pm , February 19, 2025

গৌতম কুমার, নেছারাবাদ প্রতিবেদক ॥ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে ইউনিয়নের সেহাংগল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমীন। বিএনপি নেতাদের দাবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির বেপারীর নির্দেশে অফিসে আগুন দেয়া হয়েছে। স্থানীয় চা বিক্রেতা মাহাবুব হোসেন তালুকদার বলেন, রাত আনুমানিক সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যাচ্ছিলেন। এসময় বিকট শব্দ আসে অফিস থেকে। এগিয়ে গিয়ে দেখি অফিসের ভিতরে আগুন জ্বলছে।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল ইসলাম মিলন বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর নির্দেশে আগুন লাগানো হয়েছে। ৫ আগস্টের পর থেকে হুমায়ন বাড়িতে গোপন বৈঠক করে আসছিলো। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির বলেন, অপপ্রচার চালানো হচ্ছে। নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, বিএনপি অফিসে আওয়ামী লীগ ছাড়া কেউ আগুন দিতে যায়নি। এ কাজ আওয়ামী লীগের।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমীন বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT