২৯ হাজার টাকা আত্মসাত করায় ৩ বছরের জেল ! ২৯ হাজার টাকা আত্মসাত করায় ৩ বছরের জেল ! - ajkerparibartan.com
২৯ হাজার টাকা আত্মসাত করায় ৩ বছরের জেল !

4:34 pm , February 19, 2025

নিজস্ব প্রতিবেদক ॥  ভান্ডারিয়া রাজপাশা  দাখিল মাদরাসার টাকা আত্মসাৎ করায় সুপারসহ তিনজনকে তিন বছরের সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায় তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি  আল মাসুদ ওই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন : উক্ত মাদরাসার সুপার মাওলানা আব্দুস সবুর, সহকারী মৌলভী মাওলানা শাহ জালাল, মাওলানা শহিদুল ইসলাম। এরা সবাই ওই মাদরাসায় থাকাকালী ২৯ হাজার ৬৯০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৬ সালের ১৩ নভেম্বর মাদরাসার সভাপতি আবু তালেব মামলা দায়ের করেন।
২০১৮ সালের ১২ই নভেম্বর বরিশাল দুদকের সহকারি পরিচালক আবুল হাশেম গাজী আসামিদের বিরুদ্ধে চার্জশীট  প্রদান করেন। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT