4:24 pm , February 18, 2025

বিশেষ প্রতিবেদক ॥ ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক ফাল্গুন এর মাহফিল আজ বুধবার থেকে শুরু হবে। বাদ জোহর উদ্বোধনী বয়ান করবেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মো: রেজাউল করিম।
মাহফিলের দ্বিতীয় দিনে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও তুরস্ক ও ইন্দোনেশিয়ার ইসলামী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তৃতীয় দিনে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে।
চরমোনাই মাহফিল মূলত আত্মশুদ্ধির একটি কার্যক্রম। যেখানে ধর্মীয় ভাবগাম্ভির্য ও আধ্যাত্মিক শিক্ষাকেই প্রধান্য দেয়া হয়। একই সাথে সামাজিক ও রাজনৈতিকভাবেও চরমোনাই মাহফিল গুরুত্বপূর্ণ।
মাহফিলের শেষ দিন শুক্রবার হওয়ায় এ দিনে দেশের সর্ববৃহৎ জুম্মার জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই ময়দানে। বুধবার বাদ জোহর শুরু হওয়া ঐতিহাসিক মিলন মেলা ২২ ফেব্রুয়ারি শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
চরমোনাইর বার্ষিক মাহফিলে ৭টি মূল বয়ানের মধ্যে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ৫টি এবং নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দুটি বয়ান করবেন। এছাড়াও চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল¬াহ আল মাদানী সহ দেশের শীর্ষস্থানীয় দরবার সমূহের পীর এবং শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।