4:01 pm , February 18, 2025

পিরোজপুর প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা কৃষকদলের আয়োজনে ৬৭ নং ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসেন।
উপজেলা কৃষকদলের সভপতি আব্দুর রহমান মল্লিকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মান্নান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মনির মল্লিক, ছাত্রদলের আহবায়ক উজ্জ্বল ।