4:01 pm , February 18, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামে আধিপত্য বিস্তার ও চাঁদা দাবী কে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার গৌরনদী মডেল থানায় ১১ জনের নামোল্লেখ করে মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহতরা জানান, স্থানীয় বিএনপি নেতা ও মাহিলাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের সাথে একই গ্রামের স্থানীয় যুবদল নেতা মিরাজুল ইসলামি সিকদারের বিরোধ চলে আসছিল। মিরাজুল সিকদার অভিযোগ করেন বলেন, আমি এলাকায় একটি রাস্তা নির্মানের তদারকির দায়িত্ব পাই। রাস্তার কাজ করতে গেলে বিএনপি নেতা নজরুল ইসলাম দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে হুমকি দিয়ে আসছিল। সোমবার বিকেলে চাঁদা দাবি নিয়ে নজরুল এর সাথে আমার কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে নজরুলের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ২০/২৫ জন সন্ত্রাসী লোহার পাইপ, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এক পর্যায়ে ঘরে ঢুকে আলমিরা ভেঙ্গে লুটপাট চালায়। এতে বাধা দিলে আমার বাবা আতাহার সিকদার (৬৫), মা রাশিদা বেগম (৫২), বোন লাইজু আক্তার (৩৫)কে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। সন্ত্রাসীরা প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ি করলে বাড়ি-ঘর পুড়িয়ে এবং আমার ৬ মাসের শিশুপুত্র জোবায়ের ইসলামকে হত্যার হুমকি দেয়। আহত তিনজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি ঘটলে আতাহার সিকদারকে মঙ্গলবার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগের ব্যাপারে নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, চাঁদা দাবি ও বাড়িতে হামলার অভিযোগ সঠিক নয়। তবে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় যুবদল নেতা মিরাজুল সিকদার বাদি হয়ে মঙ্গলবার গৌরনদী থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।