এদেশে আর রাতের ভোট আসবে না এদেশে আর রাতের ভোট আসবে না - ajkerparibartan.com
এদেশে আর রাতের ভোট আসবে না

4:19 pm , February 17, 2025

ভোলা জেলা বিএনপির সমাবেশে জহির উদ্দিন স্বপন বলেন

ভোলা প্রতিবেদক ॥ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবীতে সমাবেশ করেছে ভোলা জেলা বিএনপি। গতকাল বেলা ১১টায় ভোলা শহরের মহাজন পট্টি এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। কোনভাবেই ফ্যাসিস্টদের আর দেশে ফিরতে দেওয়া যাবেনা। আওয়ামী লীগ বলেছিলো তারা ক্ষমতা থেকে গেলে ৫ লাখ মানুষ মারা যাবে। অথচ ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত সরকার ছিলো না। দেশে কোন ধরনের হত্যা কিংবা অপ্রতিকর ঘটনা ঘটেনি। স্বপন আরো বলেন, বেগম খালেদা জিয়ার পরামর্শ ও নির্দেশে বাংলাদেশে একটা অদৃশ্যমান সরকার চালিয়েছি আমরা।
জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নেতা হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,যুগ্ম আহবায়ক হুমায়ন কবির সোপান, বাচ্চু মোল্লা, সদর থানা বিএনপির সভাপতি আসিফ আলতাফ, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, আব্দুল কাদের সেলিম।
সমাবেশে বর্তমান সরকারকে উদ্দেশ্য করে জহির উদ্দীন স্বপন বলেন, যেটুকো সংষ্কার দরকার তা দ্রুত শেষ করে জনগনের দেশ জনগণের হাতে হস্তান্তর করুণ। আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে জনগণ ব্যালট পেপার হাতে নিয়ে ভোট দিতে পারবে। এই দেশের আর কোন দিন রাতের ভোট আসতে দেবে না বিএনপি। ভোলায় নিহত ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদলের নেতা রহিম হত্যা প্রসঙ্গে তিনি বলেন,  ওই সময় ওসি আরমানসহ যারা ছিলো তাদেরকে পুলিশের পোশাকে আমরা দেখতে চাইনা। যারা হত্যার সাথে জড়িত ছিলো তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। বর্তমান সরকার হত্যাকারীদের বিচার না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেন প্রধান অতিথি। বাংলাদেশে যারা আধিপত্য বিস্তার করতে চায়, দেশের রাজনীতিকে দখল করতে চায়, অর্থনীতিকে দখল করতে চায়, পানি সম্পদ ও সীমান্ত দখল করতে চায় তাদেরকে সতর্ক করেন সাবেক এমপি জহির উদ্দীন স্বপন।
৫ আগস্টের পর এই প্রথম বড় কোন সমাবেশ করলো ভোলা জেলা বিএনপি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT