4:17 pm , February 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ করায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন : মেহেন্দিগঞ্জের খাজুরিয়া গ্রামের শামীম হোসেন সিয়াম ও হারুন অর রশিদ। বাদি মামলায় উল্লেখ করেন, শামীম বিয়ের কথা বলে ২০২৪ সালের ৪ মাচ ধর্ষণ করে। পরে বিয়ের কথা অস্বীকার করলে সোমবার আদালতে মামলা করলে বিচারক উপরোক্ত নির্দেশ দেন।
আগৈলঝাড়ায় বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় বেসরকারী সংগঠন ‘আদল সমাজসেবা সংগঠন’ এর উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সদরের কেন্দ্রীয় কালিখোলা মাঠে এই চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দুর্জয় দাস, আল মামুন ও নেয়ামত উল্লা সজিব। তারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক লোকের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন।